জানি না ফিরবার ইচ্ছেটা জাগ্ৰত ছিল কী না?
ফেরাবার পথ নেই জানতাম
যেভাবে বনলতা জড়ায়ে ধরেছে।

অথচ একদিন মুখভার সন্ধ্যায়
কুহেলি প্রহেলিকা বিছায়ে--
বললো ফিরে যাও ফিরে যাও ওপারে।

ঠাঁই নেই ঠাঁই নেই কোনো আর
ফিরবার সব পথ বন্ধ
কোনো কথা আজ থেকে আর নয়!

বাকিটা ইতিহাস হয়ে থাক
কতটা পারবে দিতে আজ
সম্মান রাখতে যথেষ্ট এটুকুই!

কামারের এক ঘা ভয়ানক
খসড়া তো থাকছে সামনেই
জানতে না এ পথ এরকম?

একবার জন পথ জানলে
গোলমাল গোলমাল বাঁধবেই
ভালো কী হবে তা সমাজের?

তুমি তো বাঁচবে সলাজে
হারাবার আমার আর কিছু নেই
বেবাকে অন্ধ কে বলে?
------------------------------
৩১/৩/২৪-অবুঝ মন -