এতো যদি দেখায় সাদা
সরল নিয়ম মানতে বাঁধা?
সেই তো আবার বেরিয়ে এলো
মনের কোণার মলিন ধুলো
হৃদয় জাগা একই বাগে
কেন এমন সাধ যে জাগে?
ওই তো হুলো ধরা খেলো সবার চোখে।
এরাই এখন মাথায় চড়ে সবার উপর!
এবার কেমন বলতো দেখি--
কেমন করে কোথায় ফাঁকি লুকিয়ে রাখিস?
কেন ওরা বলছে সবে
পালিস করা জুতো জোড়া ভালো ছিলো?
মোড়ল হলে যায় কী কেনা সবার জমি?
দেখরে ভেবে দৈন্য দশার ঝাড় বাতিটার অন্ধকারে
ভগ্ন স্তুপ কেমন করে উঠছে জমে---?
----------------------------------------
২৫/১১/২৩-অবুঝ মন