তুমি তো জানো আমি এমনটা চাইনি কখনো
তাহলে মোহনা ছেড়ে ক্ষয়ে যাওয়া চাঁদ হতে হলো কেন?
এ পৃথিবী সত্যি কি কালো ধোঁয়া মনে হয়?
হাঁ,বলতে পারো দোটানার পাটাতন ছিলো উজ্জ্বল
তাই বলে এতো নির্মম সুবিচার অন্ধকার দিতে হলো উপহার!
এই যদি বিচারের বাণী হয় তবে বলবো বেশ বেশ,বেশ খাঁটি দামী অভিনয়
যাক তবু জানতে তো পারলাম ঘৃণা ভরা চোখ আজ বেশ ভালো বিকোয় দামে
এবার ভেসে যায় যাক প্রণয়ের যত ক্ষেত সুজলা সুফলা সবুজ ফসল
দেখো তুমি কতটা সূচি শকুন্তলা হয়ে উঠতে পারো---
-----------------------------------------
১৬/১১/২৩-অবুঝ মন -