দেখলে কেমন অবাক করা পাগলা ঝোরা মনমজিয়ে দিচ্ছে সাঁতার ক্ষীরের কূলে
তবু তো সেই ইচ্ছেমত সন্ধাবেলার গল্প বুনে যাচ্ছো চলে!
পালিয়ে যাওয়ার রাস্তা ধরে মন কেমনের ফিকে রঙের এ পথ চলা সত্যি কি যায়?
জানতে গেলে বুঝতে হবে চাঁদের বুকের নিয়ন আলো মিথ্যা যে নয়
দেখো এবার পারো কী না গোলাপ বাগের মেঘের পাহাড় সরিয়ে দিতে অনেক দূরে --
-------------------------------------
-১৯/৯/২৩-অবুঝ মন-