আমার কথার একটুও দাম নেই বলে
সেই যে হঠাৎ মরিচ ঝাঁপি গেলে খুলে
এরপর একবার দম আইঢাই হলে
সাজানো সব স্বপ্নগুলো উঠবে কি আর জ্বলে?
ভাবতে পারো হচ্ছে যা সব সবই কর্মফলে
আমার শহর আর যাইহোক কথা রেখে চলে
যাকগে,এবার তুমি ওলোট উঝোড় ছাড়ো
রক্ত খেকো সোনা খোকার বসত বাটি গড়ো
দেখি কেমন পদ্ম পলাশ গড়তে পারো তাকে?
-------------------------------------------
২/৮/২৪-অবুঝ মন -