এত চুরি দেখেও যারা তোষামদে আছে মেতে
জ্ঞানের গরিমা প্রকাশ শুনতে হবে এখনো তাদের থেকে?
যদি সামান্য বুড়ি ছুঁয়ে ভরে ওঠে থলে
এরা জানবে কি করে দিনে দিনে কত বাড়ছে দেনা নবজোয়ারে?
এই যে এত এত বাহাদুরি এলো চলে কোন মন্ত্র বলে?
পিসি সরকারও হার মেনে যায় অবাক বিস্ময়ে!
দয়া ভিক্ষার দান পকেটে ভরবে বলে এসব তোমাদের একটুও পড়ে না চোখে!
এরপরেও যদি জ্ঞান বিতরণের এতো শখ জাগে মনে
তবে শুরু হোক নিজেদের দাড়ি ভিটে টেনে।
শিক্ষার নাজেহাল কঙ্কাল গুলো আজ কোথায় দেখেছো কি চেয়ে?
একাডেমিক পুরস্কারটিও আজ কার দখলে?
এরপর সব পিট জুড়ে যাবে একে একে জ্ঞানপীঠ,---মহাপীঠ তারাপীঠে এসে।
-------------------------------------------
৫/৬/২৩-অবুঝ মন -