তেল মারাটা এতোই যদি
শখের তৃষা
মুখপাত্র হয়ে ওঠা
নয়কো নেশা।
ভাগাড় খুঁজে বেশ তো ছড়াও
মুখের বুলি!
তিলোত্তমার কথা না হয়
মারলে গুলি।
কঠিন ব্যাধি আটকে রেখে
চিলেকোঠায়
অতশত ভাবার আছে
জোয়ার ভাটায়?
হোক না যতোই ঘনিয়ে আসা
আঁধার কালো
মড়া কান্না কেঁদে কী আর
লাগবে ভালো?
হাঙর গুলো আসছে ছুটে
তৈরি থেকো
শুনতে না হয় এতোই ওরা
রক্ত খেকো।
তোমার চোখে এটাই যখন
সবচেয়ে চমক
দেখবে তুমি পেয়েই গেছো
মহানায়ক।
-----------------------------
৩১/৮/২৪-অবুঝ মন-