ডাক দিয়ে যাই
----------------------------------------
এই যে আজ উঠোন ভরে
চাঁদের আলো ছড়িয়ে দিলো
কে বা কারা বলতে পারো?
থৈ থৈ পাগলাঝোরা শ্রাবণ ধারা বজায় রেখে
মিষ্টি মুখে মন রাঙালো সবাই সবার!
এরপরেও বিষাদ নদী থাকতে পারে?

চলার পথে নিত্য সাথী তোমার আমার
কথামৃত পূর্ণিমা চাঁদ,সব পেয়েছির শেষ ঠিকানা
"বেলা শেষের আনমনা রোদ"দৃষ্টি গোচর পূণ্যি পুকুর
চেষ্টা করে এই মোহনায় ইচ্ছে মতো যতখুশি ডুবতে পারো।
-----------------------------------------
৬/৮/২৩-অবুঝ মন -