কাঁদছে শহর কাঁপছে মাটি
ছলনার জাল এতো পরিপাটি!
ওরে ওরে কে বাজায় দেখ গিটারের ধ্বনি?
ঘন আঁধারেও সততার বানী!
মক্ষি রানীর এতো পারিষদ এখনও জেগে!
দেখরে চেয়ে কুমিরের পেটে কত খিদে!
দেরে দে এবার তবে--
ভেঙে দে গুঁড়িয়ে দে
এই তো সময় শেষ বিচারের
না হলে যেটুকু যা বেঁচে তা ও হবে শেষ
তোমরা কি চাও যাক সব রসাতলে?
এভাবে চুপচাপ নিঃস্ব হওয়ার চেয়ে
কিছু কিছু ঘা কেটে বাদ দিলে
না কোনো সুর আর যাবে থেমে
দেখবে এ পৃথিবীতে একদিন তারা খসা গেছে কমে।
-----------------------------------------
২১/৮/২৪-অবুঝ মন -