যেমন বর্ষায় জেগে ওঠে ময়ূরের ছন্দ
তেমনি ভেজা মন সুকোমল
ভিতর আর বাইরে খুব কী মন্দ?
হয়তো এখানে আছে কিছু দ্বন্দ্ব
অথচ কেমনে রেখেছে স্বকীয় ধর্ম!
বাকিটুকু কর্মের দ্যোতনা,যেভাবে ডুব দেয় গহীনে
এখানে অনন্ত বলবার সে উপায় আছে কি?
থৈ থৈ উচ্ছ্বাস রাঙা ঐ পলাশের
জাগরণ মঞ্চ ছুঁয়ে যায় কিভাবে!
অনন্ত মুক্তি থাক কেন বলবে ?
চলো যাই ধরতে এভাবেই দুহাতে--
---------------------------------------
১৩/৩/২৪-অবুঝ মন -