লৌকিক টান আছে বলে হয়তো এখনও জীবন--
কে বলেছে পুরোপুরি যান্ত্রিকতায় পরিপূর্ণ চরাচর প্রান্তিক এ মায়া ভূমি?
এই তো আটপৌরে লোকসংগীত দিলো কেমন আপ্লুত ঝড়!
বড়,ছোট আবাসন বড় কথা নয় থাকতে তো হয় ভিতরের ঘর
হয়তো বুঝতে বুঝতে আমাদের অনেকটা সময় কেটে যায়
আসলে আজকাল ডুব সাঁতারের ভীষন ই অভাব
শুধু মাত্র এক হাত বাড়ানোয় কী প্রবল জ্বর! মুহূর্তে উবে গেল সব ভাটি টান--এতোটাই উজান!
অথচ যেখানে শেষ লগ্নেও পাতা খসানোর গল্প নেহাতই ছিলো না কম!
যাইহোক ভালো আহ্বায়ক হতে হয় বুঝলে ভালো আহ্বায়ক
ঠিক যেমন পারদটা নামতে না নামতেই,এখন একেবারে ধরণী শীতল
হতে পারে মুহূর্ত বাসি,হয়তো এভাবেই আরও-"ছায়া জেগে ওঠে কাছাকাছি"
ভেজা ডানা জুড়ে এমন সুখকর আল্পনা ছুঁয়ে থাক পৃথিবীর সকল সম্পর্কের ঋজু রেখায়
শুধু এ টুকুই আশা রাখি।
-------------------------------------
১১/৫/২৪-অবুঝ মন -