ডাক এলো উঠে পড়
মনে নেই তোমার!
হোক যতো দগ্ধ আগুনে ঢল
এক একটি ভ্যাপসা হলকা
ঢেউ ভেঙে যেতে হবে আমাদের,ওই ঠিকানায়
যেথা আছে বীজ দানা উর্বর
আগামীর উজ্বল চেতনা আধার।
মা আমার রক্তের দাম
এভাবে দিতে যদি চায়
আর কি বসে থাকা যায়?
তুলে নিই বহনের ভার।
তেল আর মোবিলের--
ঝাঁঝালো ইঞ্জিন!
ধাই ধাই কিছুক্ষণ,সামলেই কাজ শেষ।
এরপর এলোমেলো চলে কিছু উড়ালী!
ঝলসানো অবসর কিভাবে----?
খুঁজতে খুঁজতে দেখি অদূরে
সবুজ এই ছায়া ঘেরা আশ্রয় বলছে
থেমে যাও--থেমে যাও এখানে কিছুক্ষণ
পেলে ও পেতে পারো শীতল এক স্বস্তির নিশ্বাস!
নিঝুম এমন এক তন্দ্রা জড়ানো--
সুস্থির আলোকের অভিমুখ!
কে না হয় বলো মুগ্ধ?
-----------------------------------------
১৫/৬/২৪-অবুঝ মন -