ছিঃ ছিঃ বলবার ভাষা নেই
মেঠো পথ ধান ক্ষেত নিঝঝুম
গোলাপের কুঁড়িটি কী স্বপ্নে ভেবেছে--
এখুনি হায়নারা রাস্তাটা কাটবে?
আলো রেখা ধরতে ধরতে সবে যার নয় দশ হয়েছে
সেখানেই শৃগালের লালা রস এতোখানি ঝরবে!
এরচেয়ে কালো রঙ পৃথিবীতে কী আছে?
বাঁদরের শাস্তিতে চোরা পথ বন্ধের প্রয়োজন বৈকি
অথচ স্বার্থের দৈণ্য ছোট খাটো অঘটন
চাপা রোগ কড়চা রোজ রোজ বাড়ছে!
সুতরাং অলি গলি টালি নালা পচা রোগ কার্তিক
কুকুরের দলকে দেখে কে?
---------------------------------
৫/৯/২৪-অবুঝ মন -