ভালো ভালো শব্দ যোযক ছড়িয়ে দিয়ে লাভ কী বলো?
বুঝতে হবে ঢাকের নোলক ঢেউ তুলে যায় কেমন করে
যেমন তেমন খাঁচার বহর বুঝতে পারে বন্দি জীবন কত কঠিন
কুহু কুহু পাখির স্বরের মানে টানে খুঁজতে কে চায় চড়া রোদে
কেউ খোঁজে কি ঝিঁঝিঁ পোকা গভীর রাতে ডাকছে কোথায়?
সহজ সরল পাগলা দাশু যেমন করে রোজ নিয়মে রাস্তা হাঁটে
খবর নিয়ো আমার বাটে,তোমার বাটে,সবার বাটে তিলোত্তমা এসব থেকে কত্ত দূরে--
তবু দেখি বলছে ওরা এখন কেন প্রতিবাদের রঙবেরঙের রঙের মশাল ফুলকি জোয়ার উঠছে জ্বলে!
তিলোত্তমা অনেক তো হয়--একটা তো নয়- সেদিক সবার নজর না যায়!
বুঝলে মশাই এরাই না কী নজর কাড়া যুক্তিবাদের রেলিং ধরে চলছে হেঁটে
ভাবতে হবে এরাও আছে আমার দলে তোমার দলে জড়িয়ে মায়ায় অদ্ভুতুড়ে!
নাগিন বাঁশির আওয়াজ শুনে একনাগাড়ে ভাবছো বুঝি এই পৃথিবীর ভালোই হবে?
জেনে রেখো বাজবরনের কাঁটার আঁচড় গভীর ক্ষত ঢের বেশী এর চেয়ে ভালো গন্ধ ছড়ায়
চেয়ে দেখো উড়ছে কেমন শকুন গুলো ভাগাড় খোঁজার মত্ত নেশায়?
------------------------------------------
১/৯/২৪-অবুঝ মন -