জল পাখি খুঁজতে চেয়ে
ডাক এলো চলে আসবি কী বল
দেখি চেয়ে রাঙা রোদ স্বচ্ছ ঝলমল পরিমল
ছায়া ঘেরা বনতল নির্ঝর হরিনীর
এক আকাশ পৃথিবী অপরূপ সুন্দর!
কী জানি হলো কি না অনাথের সাক্ষাৎ?
ঝরঝর ঝর্ণার কলতান,সুখ ভাত বন্ধুর
ঘনঘোর ফুসফুস সযতন কামিনী কাঞ্চন
আঁজলায় ভরা জল আলাপন
শৈশব ভালোবাসা জন্ম মিলেমিশে একাকার
দুটি যুগ অবসান!ছায়া শোক,দাহকাজ শেষ প্রায়।
-------------------------------------------
১৬/১২/২৩