চলুন ঘেঁটে দেখি
------------------------------------
আর কত নীরবতা আকাশ ছুঁলে--
এখনও ওরা এভাবে দাপিয়ে বেড়াবে?
কারো কী---কোন দায় নেই এ সমাজের?
শুধু দেখে গেলে হবে----
এই যে একে একে বেনোজল ঢুকছে ভিতরে?
ওরা এলো কিভাবে--কোথা থেকে?
যদি ইতিহাস বলে কিছু থেকে থাকে---
জোট বন্ধন গড়ে তোলার প্রয়োজন কী গেছে ফুরিয়ে?
চলুন ইউরোপের বাজার ঘেঁটে দেখি---
দানব নিধনে নবজাগরণ জীবিত কী না?
------------------------------------
এসেছে সময়-১২
-----------------------------------
কবিতা আমায় গিয়েছে ছেড়ে
আসছে না কিছু আর!
ভাবের সাগরে রাত দিন হেঁটে
মাথা কুটি বারবার
জানি না কবে আসবে সে দিন
ঝরবে শব্দ ঝুড়ি?
অবাক হয়ে দেখি চন্দ্রশীলায়
আজও--বসে সেই বুড়ি!
ফিরবার পথ হয়নি যে শেষ
ইতিহাসে আছে লেখা
এসেছে সময় পুঁথি ঘাঁটবার
আবার পাবো কী দেখা?
-----------------------------------
-২৮/৫/২৩-অবুঝ মন-