চলেছি এ কোন পথে
---------------------------------
অনেকটাই লাইনচ্যুত
যেভাবে বেলুনের হাওয়া শেষ হলে--
কী জানি কতটা ভাঙচুর ভিতরে?
প্রবেশ মূলের যত না কদর
প্রস্থানে সব শেষ এক ঝটকায়!
সময়ের চটুল নেশায় ফকটের ভড়কি বাজি--
দিব্যি মানিয়ে নেওয়া!
এ কেমন বন্দি দশা?
বলে কী না সব হারালো!
এতোটা নিঃস্ব হতে সত্যি কে চায় বলো?
জানি না কেমন করে ফিরবো সঠিক দিশায়?
না পারার নেই কি উপায়--
বিকেলের সরল রেখায়?
আমি সেই এক নাছোড় এক
অকৃত্রিম ফকির সাহেব হয়তো হার মানা হার--
----------------------------------------
৪/৩/২৪-অবুঝ মন --