চারিদিকে ধুলো ধূসর এতো এতো ফন্দিফিকির দেখছি চোখে!
জানি না আজ এমন করে কজন মনের দরজা খুলে দাঁড়িয়ে আছে?
হয়তো কিছু দেখতে পাবে ধান্দা খোঁজে তোমার পাশে
হোক সে যেমন ধাতুর বলয় পর্দাটুকু সরিয়ে দিয়ে নরম করে নিলেই হলো
দেখবে তুমি পেয়ে গেছো পরশ পাথর মনের মতো।
এবার আসি রাঙতা বলয় ছেড়ে দিয়ে নিজের ভিতর
চিকন রোদে ফুরফুরে রঙ কখন কবে জড়িয়ে গেছে আপনা থেকে!
চাইছি আমি"ওই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়------"
---------------------------------------------
২৬/৩/২৪-অবুঝ মন -