কেউ তো দেখেছে এক নয়,দুই নয়--পূর্বের
এ জনম রক্তের নিশানায়
কিভাবে হয়েছে বারেবারে ফুটিফাটা চৌচির!
তদুপরি কালো দাগ অঙ্কিত
দুমদাম ফুটফাট ফটাফট কম কি--?
সেখানে চলমান রাস্তা এ মিছিল মসৃণ
চলছে--চলবেও আজীবন কী করে ভাবলে!
পাতিহাঁস গেঁড়িতে শান্ত,শুধু এটুকুই মানলে--
দেখবে সব জ্বালা পানসে হতে আর বাকি নেই
হয়তো কিছু কাল কাটবে আপোসের উপোসী উঠোনে
বিজ্ঞান বলছে লিভার টা ভালোমতো হলো তো কভারেজ।
হোক ছাই যেরকম কলিজার ভাঙচুর ঠিক নয়
পাহাড়ি ঝর্ণা ও গ্রীষ্মের দাবদাহে ঝুরঝুর বয়ে যায়।
সুতরাং সবাইকে এক আসনে বসালে
সেখানেও অবিচার কম নয়
যদি কেউ ভেঙে থাকে বিশ্বাস
দেখবে ঝরঝরে প্রস্তুত কোরাসেরও রাস্তা
হালটা একটু সামলে চললে নিশ্চিত লক্ষ্যে
ক্যান্সার জব্দ,কোন ভাবে বাধা নয় সামনে।
---------------------------------------
-২৫/৫/২৪-অবুঝ মন -