বুঝবে কবে
-------------------------------------
এই যে এতো অভিযোগের উড়াও ঘুঁড়ি ইচ্ছেমতো
ভাবলে না তো!ছেড়ে আসা হিসাব কত?
এমনি করে যতোই তুমি যাও না বলে
তোমার ওই আগুন রাঙ্গা রোদের ছোঁয়া পাবো বলে
চলার এই স্বপ্ন লোকের কতশত দিন রজনী যাচ্ছে চলে
জেনেছি বলে কয়ে পালিয়ে যাওয়ার ধরনধারন
অথচ দোষারোপের এখনও--তুমি পাহাড় তোলো!
সেদিনের কথা মতো মনেতে একটি দিনের আগুন জ্বলে----বুঝবে কবে?
--------------------------------------
এর পরে আর কী
-------------------------------
এই যে পথের বাঁকে দেখা
এই যে বেবাক হয়ে থাকা
এ মাধুর্য বলে কী বোঝানো যায়
ঠিক যেন সৌন্দর্যমন্ডিত বরফ চূড়ার একান্ত সঙ্গি।
এই যে নিঃসঙ্গ বসে
এই যে ছায়া জলে ভেসে
এ অপরূপ মাধুরী আর কোথায় পাবে
ঠিক যেন অসীম সসীম দিগন্ত ছুঁয়ে "অন্তিমে একাঙ্গি"।
এর পরে আর কী--"আমি এক পথ ভোলা এক পথিক এসেছি---"
২৫/৫/২৩-অবুঝ মন-