কে চায় এমন একটা ঝড় উঠুক যেখানে নির্জন দ্বীপ ছাড়া আর কিছু নেই উপহার ?
কে চায় এমন একটা সময় আসুক যেখানে দীর্ঘদিনের পরম্পরা ভেঙ্গে যায়?
অথচ আমরা মানুষ সেই ফাঁদে পা ফেলি কত সহজে কত অনায়াসে!
বিনিময়ে যেটুকু যা আসে তা হল একটা সাজানো গোছানো বাগানের তছনছ,চুরমার।
এ সময় কি বা করার থাকে?
দাখিলা খাতায় জ্বল জ্বল করে নাটকের ভরপুর ক্লাইম্যাক্স
সেনসেক্সের চূড়ান্ত পতন,পারদের নির্মমুখী অভিমুখ--
তুমি চিৎকার করতেও পারবে না,শুধু ভেতর ভেতর পুড়ে যাবে গোটা একটা শরীর
বলতে পারো কেন এমন সস্তা বাজার ভিড় করে সাহারায়?
----------------------------------------
২০/১১/২৩-অবুঝ মন -