একটা পাখি বন্দি ছিলো
হঠাৎ কী যে মনে হলো?
উড়বে সে ডানা মেলে
অসীম সসীম সীমা ছেড়ে---
যেমন ভাবা,তেমন কাজ
ঝাঁপিয়ে পড়ে খাঁচার উপর!
কিন্তু সে কী দেখতে পেলো
বেড়াজালের ফোঁকর থেকে
কেমন করে ডাকছে কাছে
দূর সীমানায় চাঁদের আলো?
হয়তো সে ভুলে গেছে
রবার্ট ব্রুসের গল্প শতক
আলোক জ্যোতি ভাবনা ছেড়ে
নিজেই নিজের কবর খুঁড়ে
চেঁচিয়ে উঠে বললো সে যে
"হালের গরু বাঘে খেলো"!
বৃন্দা বনের মধুর বাঁশি
অনেক খানি এগিয়ে এসে
ধূপের ধোঁয়ায় দেখতে পেলো---
এতখানি মেঘের বহর!
কেমন করে এগিয়ে এলো--
বলতে পারো?
---------------------------------
১৮/১০/২৩-অবুঝ মন -