ভয় পেয়োনা বন্ধু সুজন
বেশ কিছুটা সময় বাকি-
খোলা চোখে দেখতে থাকো
আড়ালে কে দিচ্ছে উঁকি?

মেঘ করলে ভাবতে হবে
কাঁটার পাহাড় এলো চলে!
ভ্যাপসা ঘামে ভেজা শরীর
যায় না দূরে--বৃষ্টি এলে?

উঠুক তুফান নদীর বুকে
উছল দোলা লাগুক প্রাণে
জয়ের ধারা বজায় রেখে
নামুক না ধস সৃষ্টি সুখে।

আসুন এবার সবাই মিলে
পৌঁছে যেতে পাহাড় চূড়ে
সবাই সবার হাতটি ধরি
রক্ত ভেজা আঁচল ঠেলে
পোড়া শরীর সরিয়ে রেখে
সোনা রোদ মুঠোয় পুরি।

জেনে দেখুন আধপোড়া ওই সিগারেটও-
একটুখানি কী চায় পেতে?
বলতে পারেন এরপরেও ভয়টা কিসের?
----------------------------------------
২৫/৯/২৩-অবুঝ মন -