কে চায় আবহাওয়া বদল?
তুমি তো বদলে গেলে সকাল সকাল
এখন এই ঝর্ণাধারা আগের মতোন!
বলো তো লাভ কী পেলে খরচ খাতায়?
এই যে আবেদনের শুকনো হাওয়া
কখনো হতো কি এমন এ গান গাওয়া?
দুটি তীর মিলেমিশে যেতো যদি---
সবটাই হতো না কী তোমায় পাওয়া?
এখন যে হিসাব গুলো ওলোট উঝোড়
না পারা উজাড় জ্বালা বুঝাই কারে?
বিষাদের সিন্ধু যাপন মন কেমনে--
-------------------------------------------
-২০/৯/২৩-অবুঝ মন-