বলো তো কে
-----------------------------
ক্লান্তের কথা কে শোনে?
যত কথা ভাসে উড়োফোনে!
এতো দাম আজও খেয়ালী ভেলার?
শান্তের স্রোত নেমে এলে
নামে কি দুচোখে আঁধার?
আর কী থাকে বলার।
ঠান্ডা বাতাসের ঘুরপাক
না কী নিঠুর যাত্রাপথ-
প্রশ্নের দরবার?
যেতে পারো যাও সময়ের তামাশায়,
যেখানে খুশি যতোবার
নিয়ম ভাঙার চুড়ান্ত কারিগর।
-----------------------------------
১৪/৮/২৩-অবুঝ মন -