এখনও পিশাচের চোখ দুটো জ্বলছে!

অনেক তো খেয়েছে
খুবলানো শরীরকে আগেভাগে জ্বেলেছে
ঘটমান স্থানকে জল দিয়ে ধুয়েছে
দেয়ালটা ভেঙেছে
দাম দিতে চেয়েছে
সারারাত জেগেছে!

প্রমোশন দিয়েছে
হায়নাদের বলশালী করেছে
দরদীয়া সেজেছে--!

জানো না তো
কোন কোন খেলা--
আজও বাকি থেকেছে।

এ প্রশ্ন নয় কি বেমানান হচ্ছে?

তুলসীর পাতা ধোয়া কত জল খেয়েছে!
সাদা রঙ বকুলের গন্ধ গায়ে কত মেখেছে!
ধুম জ্বর সার্কাস তান্ডব অনন্ত হাঁটছে!

দেখছো না মোমবাতি মিছিলকে আটকাতে চাইছে
নামজাদা উকিলের ফিস কত দিচ্ছে?
এখনওও--যন্তর মন্তর সভাসদ পারিষদ
তাকে ঘিরে রেখেছে!

এতো যশ কৃর্তী লুকিয়ে যে রেখেছে
বলো তো কোন সে অদ্ভুত স্থির চোখে থাকছে?
---------------------------------------
২২/৮/২৪-অবুঝ মন -