সুরের সুরে তাল মিলিয়ে রাখলে কথা ভালো
নইলে দেখি চাঁদের শহর ভীষন রকম কালো
হয়তো কিছু কষ্ট বুকে ঢেউয়ের লহর তোলে
তবু যদি তলিয়ে দেখো তাঁর কথা কি ভোলে?

কার ডাকেতে সাড়া দিয়ে বাঁধছে কাকে মায়া ডোরে
ছায়াপথে ভিজছে টা কে-কোন সুরেতে--কার নূপুরে?

এরপরেও ইচ্ছে খুশি আবোল তাবোল ভাবতে পারো!
সেই তো আবার হাত বাড়িয়ে অবুঝ সাথী সঙ্গি কর
দেখলে টা কী বদলে গেছে বাউল মনা চাঁদের আলো?
----------------------------------------
-৯/১০/২৩-অবুঝ মন -