বলবো কী আর
----------------------------------
ধন্ধ মনে দ্বন্দ্ব টেনে ফন্দি ফোকর
ওই তো,একটা দুটো বাড়ির পরে দৃষ্টিগোচর
লোক প্রিয় ইচ্ছে গুলো জাগিয়ে দেখিস
জেনেই যাবি অতীত সময় কেমন ছিলো।
এরপরেও না বুঝলে বলবো কী আর--
অগত্যা তৈরি আছে শব্দ ভাঁড়ার
হাতটি ধরে বৈতরণী পার হওয়া কী মুখের কথা?
সময় কালে একলা চলা জানতেও হয়।
--------------------------------------------
এই টুকু তো করতে পারি
------------------------------------
মেলে দিলাম একটা দুটো চাইলে বলে
ভাবুন দেখি হয় কি করে কী ঝলমলে?
এই আর কী চাওয়া পাওয়ার হিসাব খাতা
থাক জড়িয়ে শিকড় বাকড় প্রতি পাতায়।
ময়না পতির পথের বাঁকের লেনা দেনা
দেখুন দেখি চিনে নিতে পারেন কী না?
মানুষ হয়ে এই টুকু তো করতে পারি
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে--থাক লো না হয় লড়াই জারি।
----------------------------------------
১৪/৫/২৩-অবুঝ মন -