যদি সময়ের নাম হয়ে থাকে ফাঁকি
সেখানে চোটের কথা শুনে শুধু শুধু লাভ কী
হতে পারে তুমি আমি,দূর হতে বহুদূর
তাই বলে ভুলে গেলে গোবিন্দের বাঁশি সুর!
হতে পারে মাঠ ভরা ফসলের মৌসুমী ঘ্রাণ
মুঠোভরা হাত দুটি ভুলেছে সে তান!
জেনে রেখো সেই সুর ছন্দ নয় কোন ফাঁদ
কত ঝড় এল গেল-----
জেগে ছিল,জেগে আছে আজওও--বোকা চাঁদ।
---------------------------------------------৫/৫/২৩-অবুঝ মন-