আজ সারারাত দুচোখের পাতা হয়নি এক
কেন জানি না--কী যেন জড়িয়ে রয়েছে মায়া!
যেতে হবে চলে!এই শেষ এতো দিন যা ছিল সময়?

কেন এলো চলে এলোমেলো এ স্বপ্ন ঘোর!
ওই তো ওরা ডাকছে আমায় স্যার আসুন না একবার
তবুও ওদের দিকে একটুও তাকাতে পারছি না!
কিছুতেই বাগ মানছে না চিক চিক এ সাগর চোখের কোনায়।
তবু দেখো ওঁরা কেমন দেনা পাওনায় মশগুল মশিউর!

দিতে তো চাই বাকি উপহার সহজ সরলে
অথচ এবং বরং কিন্তু কেন যে আনলো টেনে?
যাক দূরত্ব পিছনে ঠেলে,হাতে রেখে হাত
বললাম বিদায় বন্ধু বিদায়
দেখা হোক সবার আগামীর উজ্জ্বল বাঁকে।
--------------------------------------
৪/১২/২৩-অবুঝ মন -