এদের চোখে গেঁথে গেছে আটপৌরে ঢল
এদের চোখে কিছুতেই পড়ে না কুমিরের ছলাকল
নিদেন পক্ষে এদের চোখে বদল তো হয়েছে-আহ্ কী কৌশল!

একটাও বারুদ খসলো না-দু একটা পান কৌড়ি লাশ-----
এও তো কম নয় বড় জয়!
অথচ নিমেষে সামনে দিয়ে ড্যাং ড্যাং করে দাপিয়ে--
হেঁটে চলে গেলো আজন্ম লালিত পালীত রাস্তা ভর্তি পিচ্ছিল কাঁকর!

সত্যি এও এক অদ্ভুত ছেনালী যাপন!
বুঝতে পারি না কোনটা ঝিলমিল আর কোনটা বিষাদ সেতার।

একটাই কাজ গলা ছেড়ে যাও
না পড়বে শিল্পে আকাল--না লাগবে নিয়োগ দূর্নীতি ভার!
হয়তো এও এক বড় বিচিত্র সাধ।
------------------------------------------
-১৮/৯/২৪-অবুঝ মন -