বাদা বন সাদা মন
চঞ্চল এ উঠোন সারাক্ষণ জাগছে
হোক যতো অনিয়ম মন আমার বলছে
বেশ তো,তুমি কে আমি তার--

ফোয়ারা ঝর্ণা মুক্তর বন্যা
লালরঙ বনফুল উৎসব এ মিছিল
দূর্বার বাধাহীন সহায়ক সহযোগ
বেশ তো ধরে হাত বলছে,ধরাধরি করে সব চলনা

ভেবে দেখো কতশত ঠেসমূল শ্বাসমূল আমাদের।
---------------------------------------------
১২/৩/২৪-অবুঝ মন -