ভেবে দেখো এখনো সময় আছে
----------------------------------
হাড় হিম প্রবাহ সামলে
ওরা সব সামনে এগিয়ে আসছে
দাঁড়িয়ে লড়ছে লড়বে
সন্দেশে ভয় নেই
শিরদাঁড়া শক্ত চোয়াল টা বলছে
আর নয় রেট চার্ট দলাপাকা মাংসের।

খাই খাই--এটা চাই ওটা চাই
তবু এতো! যতো বাই জাগছে!

দেখছো কী অমানুষ?
ওরা নয় পুতুলের সমাবেশ
ভাবছো কী সবকিছু সামলাবে পুলিশে?

শিরদাঁড়া শক্ত চোয়ালের
খাই খাই যতো বাই ভাঙতে
ঝাঁটা হাতে বঁটি হাতে একসাথে
অসুর দলনী মা সব এগিয়ে আসছে।

ভেবে দেখো এরপর কী হবে তোমাদের?
----------------------------------------
১৩/২/২৪-অবুঝ মন -