কিছু দোষ মেনে নিতে দোষ নাই
খুব কম ছিলো কী তাঁর খাই?
মাছি মারা কেরানির যতো দোষ
বুঝে সুজে হাঁসটা তুই পোষ
চোরা খাওয়া পাখিটা উড়ে গেলে
খোঁজ নেবে কে তাকে পলে পলে?
হোক সে যত কারো ময়না
কাছে টেনে বেঁধে রাখা যায় না?
শেষমেশ এ কেমন বায়না?
হতে হলো ফাঁদ পাতা হায়না!
মুখটাও দেখে নিস আয়নাতে
ফুটপাতে কারা ওই হাত পাতে?
এও যে কম নয় বেনাপোল বেনামী
একদিন ভাসাতে আসবে ও সুনামী
সেই দাম কে দেবে মনে কর?
সত্যি তো দোষ নয় সব একার
ভেবে দেখ কাজটার গুণমান ।
------------------------------------
৫/১১/২৩-অবুঝ মন -