তুমি তো শিল্পীর শৈপ্লিক কারুকাজ দেখোনি
কিভাবে জানবে বেগবতী নদীটির ঝর্ণা অপরুপ সুন্দর?
যে পাখি উড়তে শেখেনি সে কি আর বুঝবে--
চিলের ওই ডানাতে কত জোর ভরসার?
ঢাকতে ঢাকতে অন্যের--এতোটাই ধরা পড়ে নজরে!
যাকগে ঠোক্কর খেতে খেতে একদিন
চাঁদ ঠিক উপরে উঠবেই উঠবে
তখনই জানবে কালাকাঁদ নামটা কালি নয় তৃপ্তির
সুতরাং লুটপাট,ভাঙচুর,অগ্নি সংযোগ সব নয়
মাঝে মাঝে একটু হালকা পলকা হতে হয়
তবে তো বাঁচবে আগামী ভরসার পৃথিবী।
------------------------------------------
১৩/১০/২৪-অবুঝ মন -