হয়তো শব্দ ব্যাঞ্জনে এখনও--
মহীরুহ হয়ে ওঠা হয়নি
তবুও মনে হয়
ভারহীন দোতারার সুর নয় মন্দ।

গাঙ চিল ছোঁ মেরে অনায়াসে ডুব দেয়  
উড়তে পারলেই সব শেষ নিমেষেই!
তার মানে এই নয় যুদ্ধের সব পথ বন্ধ।

এন.আই.এ কে--
কেস খেতে শুনেছো কি কখনো?
জেনে রেখো বগারও চোখে পড়ে মহানের পাশা চাল।

বেগবতী নদীও তির খোঁজে অচলে!
তুমি ও কি ভাবছো--
নেশাড়ুর চানাচুর যেরকমই হয় হোক?
জানি না বলে কী না এরই নাম কর্কট মহা রোগ?

আজও স্বর্গের সিঁড়িটা শূন্য
হোক না যেমনই বহমান এ সময়
কে যেন বলেছিল লাগাবোই লাগাবো?
নিম নয়,সুযত্নে পোতা হোক তুলসী,চন্দন।
-------------------------------------------
১১/৪/২৪-অবুঝ মন -