অপরাধ কী ছিল?
নতুন এসেছে তাই--আনুগত্যের ভেট?
ভিড়তে হবে ওই সব ধেড়েখোকা লম্পট মোদ মাতালের দলে?
ওরা কারা?কেন বা ওখানে?কাদের মদতে?
এ প্রশ্ন এতোদিন ওঠেনি কি করে?
এখানেও কী অংকটা পঁচিশ-পঁচাত্তের?
বাঃ রে বাঃ!লাশের গন্ধ শুঁকে যাঁর এই রাজ
এখনো সে চুপ--একটুও কথা নেই নিরুত্তর!
সেই তো পুরোনো ধ্যাধেড়ে প্রহসন ধামাচাপা কৌশল।
গেছে যার যাক-বুঝবে কে বুকফাটা হাহাকার?
হোক বলি স্বপ্ন শতশত চারা গাছ তাতে কী--
কার চালে পুঁইশাক?শকুন তো আছে বেশ ভাগাড়ের ভাগিদার।
---------------------------------------------
১২/৮/২৩-অবুঝ মন -