যে চোরাস্রোত বহমান তা বয়ে চলুক অনন্ত কাল
শুধু ক্লাইমেক্স চাই ক্লাইমেক্স বুঝলে
হলেও বা মাঝে সাঝে একটুখানি অন্যরকম আবহাওয়া বদল।
যে ঘাট বাঁধা আছে সেখানে থাকলো না হয় নিরবধি চলাচল
অন্তত নোঙর টা ঠিকঠাক থাকুক তো বজায়
না হয় প্রয়োজনে নেহাতই একটু আধটু গিলে নিলাম টক মিষ্টি ঝাল চিড়ে ভাজা জল।
এরপর বাদবাকিটা সে তো আগুন হ্রদ জানে কিভাবে নিজেকে করবে নিয়ন্ত্রণ
তুমি বাবু কেটে পড় মানে মানে
দেখছো তো সেই সম্বল গেঁথে আছে যা-আলটাকরায় পাখির গলায়।
-------------------------------------
৩১/১০/২৩-অবুঝ মন -