এলোমেলো কথা ঘিরে
স্বপ্ন দেখা
সেই দেখো দাঁড়িয়ে
তুমি শুধু একা।
এ শহর দিতে জানে
সত্যের দাম?
পারো যদি ছিঁড়ে ফেলো
চিটি লেখা খাম।
যাক নদী পালিয়ে
যত দূর যেতে পারে
চাঁদের কী লাভ বলো
চাপান আর উতরে?
তবু কত ঢেউ খেলে
বিশ্বাস তিমিরে!
এরই নাম ভালোবাসা
থাক স্মৃতি বিভোরে।
------------------------------------
৯/৭/২৩-অবুঝ মন -