এখনও হয়নি সময়--
কখনো হওয়ার ছিলো?
অথচ চালিয়ে খেলার ধরন
বেশ ভালো দরদাম হাঁকালো!
এই বুঝি ভিতরে মনে মনে ছিলো?

কারো মুখে রক্তের বমি
কারোও কাছে হতে পারে দামি!
কি করে--কে জানে?
তবু না কী ওই তীর খুবই ভালো লাগছে!

এও কি কর্মের মূঢ় যোগ?
বেঁচে থাক সুস্থির দালানের চৌকাঠ
পরিমল উজ্জ্বল হয় হোক
কালো মেঘ ছড়ালেই---
চারিদিক কিলবিল শুঁয়োপোকা বাইবে।

ভাবো তো এ কেমন ছত্রাক বাড়ছে?
সফল এক সফরেও গুপ্ত অভিঘাত!
চূর চূর মায়া চাঁদ দৌড়াক বুঝলে।
-----------------------------------------
১৯/৯/২৪-অবুঝ মন -