ভাবে ওরা কী সব বলোতো
----------------------------
ভাবে কী--কে জানে ওরা সব?
সময়টা জানতে হবে তো
কার আছে এতোকিছু ভাববার?
ভালো থাক বলাটা কী অপরাধ!
হয়তো বিনিময় ভাবনা কিছু রঙ ছোঁয়াচে
তাই বলে গেলো গেলো দোদুলের দোলনা!
থাক তবে অন্ধের জানালা বন্ধ
ক্ষতি নেই,ক্ষতি নেই আমারও
শপথের মোহনায় "যদিয়ং ---"
টপাটপ আঁচিল তো খসবেই
এই আছি আমি বেশ বলতে।
ভাবে ওরা কী সব বলোতো-
লতানো খেয়া তরী মনে হয়
দুলছে দুলবে সারাক্ষণ?
-------------------------

যে বিষয় একেবারে সত্য
-----------------------------
একবার জেনে নেবে যে তোমার দূর্বল পৃথিবী
ভাঙবে ভাঙাবে তোমাকে,তোমাকেই সারাক্ষণ
সবুজের কাঁচা রঙ বুঝলে আর কোন কথা নেই
রাঙা রোদ চমকায়,চমকাবেই ও উঠোন নির্ঘাত
আসলে পাতলা হতে নেই কারো কাছে কখনওও--
যে বিষয় সত্য মুচলেকা দরকার আছে কী?
এতোটাই প্রয়োজন,হাঁ এতোটাই প্রয়োজন
প্রিয়জন ছিলে না,ছিলে না তুমিও নিশ্চিত
কালো মেঘ,ঝোড়ো হাওয়া সাইক্লোন হলেও বা--
করবার কিছু নেই জানবে,ভাঙবে ভাঙাবেই তোমাকে --
----------------------------------
-৯/২/২৪-অবুঝ মন -