বেশরম
--------------------------
সব আগুন নিভে যায় ভেবো না
দর দাম জেনে নিয়ে এগিয়ো
একবার ফুলকির দাবানল উঠলে
শেষ হতে কতক্ষণ নিমেষেই?
ঝলমল যে উঠোন ছিল বেশ।
খাঁ খাঁ বুকভাঙা খাঁচাটা
পড়ে রবে একেবারে নীরবে
পাকা বাঁশ দিলো যে এভাবে
কবিও পারবে না বলতে
ঝোলা গুড় কুকুরে চেটেছে।
বেশরম হারামের খাস চক
তবু দেখো কেমন এক সোনা রোদ?
ভাবে না মেঘটা স্থির নয়
গাড্ডাটা সামনে কতদূর----
--------------------------
কে জানে
----------------------
নির্মেদ,মেঘহীন
ছায়া জল উৎসুক নেই আর
যেটুকু যা বুঝলুম
সবটুকু নিঃশেষ মনে হয়
স্রোতহীন এ গাঙে--
গাঙচিল দৌড়ায় সমানে!
কী আছে আগামীর এ পথে?
চোখ কই দেখবার কে জানে
মুড়ো গাছ গিলছে ছাগলে!
রোগটা পুরোনো হা ভাতের
বাঁধভাঙা উচ্ছ্বাস উচাটন
হয় হোক নির্মূল সমূলে।
পারাবত উড়ছে কি এখনও?
দৃষ্টির মোহনা শূন্য
যা কিছু হয় হোক সত্যি
আমি নেই আমি নেই এখানে!
কে জানে?
-------------------------------------
২২/১/২৪-অবুঝ মন-