আঁচড়ে কামড়ে কী পাওয়া যায়?
বড়জোর কিছু হাতিয়ে নেওয়া যায়
তবে বেলা শেষে লেখা হয় কৌলিন্যের পরিচয়।

এবার তুমি যত খুশি ভাবতে পারো
দেখলে তো কত ভালো মানুষের ব্যবহার।

কী করে যে বলে একবার শুরু হলে ওকে থামানো দায়?
দেখো অনুরোধ টনুরোদ কতখানি করে কাজ?
এই তো বেআব্রু ইতিহাস অনায়াসে চলে এলো সামনে।

তবু এখানেও থামবার জো নেই,গতরে অভাব ভীষন প্রকট
ওহে জ্বালাময়ী অগ্নিমুখী ভালো না বাসতে পারো
ধান্দার কারবার বড় বেমানান এটুকু তো বুঝতে হয়।
-------------------------------------------
-১৯/৬/৪-অবুঝ মন -