সলতে যখন যাচ্ছে পুড়ে
বুঝতে হবে তেলের অভাব ভীষন প্রকট
তবু দেখি কত জনে তাকিয়ে থাকে!
জ্বলুক না হয় আর কিছুক্ষণ!
কেন এমন ঘটে থাকে কেউ কি জানে?
দামন খেকো চিটে গুড়ের--
ওই যে পেষন সবাই যেমন মনে রাখে
অন্ন জলের কষ্টটুকু যায় না ভোলা সহজ ভাবে
পাথর চোখে তাকিয়ে থাকার এটাই কারণ
যাক না ক্ষয়ে ইচ্ছেমত মাংস পেশী হাড়ের বসত
গড়ের মাঠের সেসব খবর কজন রাখে?
কোন কালে খুলবে না আর,
চিতায় পোড়া কবর খোঁড়া সেসব বাঁধন
কালের নিয়ম কর্কট রোগ কঠিন ব্যাধি
হলপ করে এইটুকুই বলতে পারি।
-------------------------------------
-৩/৬/২৪-অবুঝ মন -