এর চেয়ে বেশি আর কী চাই?
এসো সবাই ছায়া তলে এসে দাঁড়াই
কতটা কী হবে বলতে তো পারি না
তবে বাঁচার উত্তরণ এটুকু তো ঠিক।
না থাক কোন পান্ডিন্তের আশ্রয়
মুছে যাক যত কালো কঙ্কাল দাগ
ধরণী হোক শান্ত শীতল--
উর্বর,ভরা ক্ষেত সবুজ সোনালী সফর।
আগামীর পথ চেয়ে কাঁধে কাঁধ রেখে
বলতে তো পারি--শুভ বিজয়া দশমী
মা করুণাময়ীর মঙ্গলময় কৃপা লাভ হোক সকলের
২৪/১০/২৩-অবুঝ মন -