রুখতে চাই যদি,গল্প তো কিছু নয়
হবে না হবে না কিছুতেই হবে না!
একটু জুড়ে দাও অন্ধের নমুনা
বেরিয়ে পড়বে সত্যিটা ঠিক কী।

ম্রিয়মান উচ্ছ্বাস নজরের সামনে
তবুও--এক চোখ--ব্যবধান!
মুখোশের রং নয় মানতে বলছো!

ওই তো ভাসছে নমুনা সামনে
কার চোখে ঘুম নেই?
এখনও ভাবছো সূর্য উঠবে একদিন!

ঝরছে ঝরছে ডালপালা ঝরছে
পুরোণো অতীতের খোঁজ নেয় বলো কে?
নিকানো কচিপাতা উঠোনে ভরপুর সুরভী-সৌরভ!

ঠাঁই নেই ঠাঁই নেই শূন্যের
দীপ্ত এগারো এগিয়ে,হাঁক পেড়ে ডাকছে
এখানে তুমি কে--আমি কে?
-----------------------------------
-১১/৪/২৪-অবুঝ মন -