ছেড়ে যাওয়ার গল্প তো আর নতুন নয়
তবু নানান আগলে রাখা কথার পাহাড় জমা হয়
ছেঁড়া পালের করার কী বা থাকে?
একা মাঝি নৌকা ডুবি দেখে।

এরপরেও জ্বরের ঘোরে--
আর কতকাল থাকবে জেগে চাঁদ?
ঠান্ডা হাওয়া গায়ে মেখে
দেখবে শুধু রঙ বেরঙের নিত্য নতুন ফাঁদ!

বিকিয়ে যাওয়া পসরা ঠেলে--
অসুখ পোষা নিত্য দিনে মোটেই ভালো নয়।
---------------------------------------------
১১/৮/২৩-অবুঝ মন -