কেউ সাড়ে তিন বছর আবার কেউ বা দেড়, আড়াই---
অথচ বিজ্ঞাপনের পোষাকি চমকে এখন দেখছি পটির বাজার আগুন!
যার গরুগুলো রোজ বেড়া ভেঙে আনছে টেনে তারা খসাদের ভিড়
তাঁর না কী এবারের করমন্ডলের দূর্ভাগ্য জনক মোচড়ানো দেখে দুপাঁজর ভেঙে চৌচির!
তেনারা না কী শুনতে পাননি কামদুনির আকাশের বাতাসের চাপা সকরুণ গোঙানি!
তেনাদের ধুলোপড়া,ছানিবড়া চোখে পড়েনি পাকস্টিট কান্ডের নবাব বীর কাদেরের সুমহান কুকীর্তি কাহিনী!
বাঃ রে বাঃ--বাকি---?বোমা আর বারুদের রোজ যে সন্তাপ চলেছে বেড়ে সেকথা আজ না হয় দিলাম ছেড়ে
এতো দিন কোথায় ছিলে ক্ষমতালোভী সর্বগ্ৰাসী বীরাঙ্গনা হে কালবৈশাখী?
-----------------------------------------
১১/৬/২৩-অবুঝ মন -