আমি সত্যিটা বলিনি
আমি জানি কিভাবে পিষে যেতে হয়
শোষণের ইতিহাস এমনই বোধহয়?

আমি মিথ্যেও বলিনি
আমি জানি প্রকৃত কেমন
শুধু বুঝিনি শ্লেষ,ঘৃণা এমনও হয়!

আমি সংগ্ৰামী এটুকুই সম্বল
আমি জানি ঋণ বোঝা বড় বেসামাল
তবু চাই গুছিয়ে তো নাও।

সব শেষ যে অধ্যায়
সেখানে এ কেমন লুন্ঠন ফন্দির?
গঙ্গার জল সে তো অবিকল তীর ছুঁয়ে বইছে

অথচ এখানে ভালো মানুষের ব্যবসার পরিধি বাড়ছে!
এই যা দিক ভ্রষ্ট নাবিকের অনেকটাইই--ঘাম জল ঝরছে
জীবন একটুও করেনি তাকে ক্ষমা।
--------------------------------------------
২৫/১/২৪-অবুঝ মন -