উঠুক যত রক্তভূমি হজম তোমায় করতে হবে
গেলার আগে বুঝতে হতো টোপের বহর কতখানি গভীর ছিল
জেনে রেখো সবক্ষেত্রে পাতলা হওয়া হয় না শ্রেয়
দেখবে চেয়ে পথের মাঝে ঠোকর খাওয়া কঠিন পাথর গড়ায় কেমন
বুঝতে হতো লম্বা রেসের ঘোড়াগুলি এমনি করে এগিয়ে চলে
যেমন করে যাত্রাপথের কঠিন সময় হাল ছাড়ে না নাওয়ের মাঝি
জীবন নদের মলিন ধূলো উড়িয়ে দিতে কোমর বেঁধে লড়াই করার খুব প্রয়োজন
তবেই তুমি দেখতে পাবে মিঠে রোদে সূর্যমুখীর মুখিয়ে ওঠা কেমন মানায়।
----------------------------------------- -৭/৮/২৪-অবুঝ মন -